সর্বশেষ ব্লগ

জাকসু ও হল সংসদ নির্বাচন ১১ সেপ্টেম্বর

জাকসু ও হল সংসদ নির্বাচন ১১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।


জাকসু নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনের দিন দায়িত্ব পালনে আগ্রহী পর্যবেক্ষক ও সাংবাদিকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পেশাগত পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জমা দিয়ে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের কাছে আবেদন করতে হবে।



বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল পক্ষের সহযোগিতা কামনা করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম, যিনি জাকসু নির্বাচন কমিশন ২০২৫–এর সদস্য-সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।


যে কোনো তথ্য বা যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশন ২০২৫–এর কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। কার্যালয়টির ঠিকানা—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা-১৩৪২। এছাড়া ইমেইলে যোগাযোগ [email protected] ঠিকানায় করা যাবে ।




Home