৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩০ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৯ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ কমিটি গঠনের তথ্য জানানো হয়। দ্রুতই একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি আসছে বলেও জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা আছে, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী নিয়োগ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে চেয়ারম্যান করা হয়েছে এবং সদস্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি ও অপারেশন)।
কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়), প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (রাজস্ব), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিদ্যালয়), জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিনিধি।
এর আগে গত ২৮ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নতুন বিধিমালায় সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদও সৃষ্টি করা হয়েছে। আর সরাসরি নিয়োগে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে, আগে যা ছিল ৩০ বছর।
সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের মোট ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে ৯০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর। লিখিত পরীক্ষায় বাংলায় থাকবে ২৫, ইংরেজিতে ২৫, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে ২০ এবং সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২০ নম্বর। উভয় পরীক্ষায় সর্বনিম্ন পাস নম্বর ৫০ শতাংশ।
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩০ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৯ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৮ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৬ আগস্ট ২০২৫ ১২:০০ এএম