৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩০ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৯ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
এমপিওভুক্ত বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে নতুনভাবে পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা সচিব কমিটির অনুমোদন পেয়েছে এবং চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের ম্যানেজিং কমিটিতে না রাখার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। ভেটিং সম্পন্ন হওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে তা শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত আসবে এবং পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।
নীতিমালা জারির এক মাসের মধ্যে কলেজ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠন সম্পন্ন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজনৈতিক ব্যক্তিদের অযাচিত হস্তক্ষেপের কারণে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক সংশ্লিষ্টদের জায়গায় সরকারি ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাবের মধ্যে সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাব গ্রহণ করা হয়। ওই আটটির মধ্যে অন্যতম ছিল কলেজ গভর্নিং বডি ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক সংশ্লিষ্টদের পরিবর্তে সরকারি কর্মকর্তা রাখার সুপারিশ। সে অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রজ্ঞাপন জারির পর নতুন নীতিমালা অনুযায়ী দ্রুত ম্যানেজিং কমিটি পুনর্গঠন করা হবে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আশা করছে মন্ত্রণালয়।
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩১ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
৩০ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৯ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৮ আগস্ট ২০২৫ ১২:০০ এএম
২৬ আগস্ট ২০২৫ ১২:০০ এএম