বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেমিনার-কর্মশালায় রেজিস্ট্রেশন শুরু, আসন সীমিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেমিনার-কর্মশালায় রেজিস্ট্রেশন শুরু, আসন সীমিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষা পরিবেশে খাপ খাওয়ানো, বিশ্ববিদ্যালয় পর্যায়ের উন্মুক্ত সিলেবাসের সাথে অভিযোজন, মানসিক ভীতি দূরীকরণ এবং বাধা অতিক্রমে মানসিক শক্তি অর্জনে সহায়তা করার লক্ষ্যে একটি সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে।

আগামী ৩০ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৭ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসে (টিএসসি ভবনের ৫ম তলায়) গিয়ে স্বশরীরে রেজিস্ট্রেশন করতে হবে। আসন সংখ্যা সীমিত (১৫০ জন) হওয়ায় আগে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক সুজন চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন।



Home